অবশেষে কেন্দ্রীয় শহীদ মিনারের ভিত্তিপ্রস্তর স্থাপন
অবশেষে রাজশাহী সিটি করপোরেশনের ব্যবস্থাপনায় কেন্দ্রীয় শহীদ মিনারের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। আজ বুধবার সকালে রাজশাহী মহানগরের প্রাণকেন্দ্র সোনাদিঘির পাড়ে ইঞ্জিনিয়ারিং অ্যান্ড সার্ভে ইনস্টিটিউটের পরিত্যক্ত জায়গায় এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান কৌঁসুলি ও ভাষাসৈনিক বীর মুক্তিযোদ্ধা গোলাম আরিফ টিপু।
জায়গাটি জেলা পরিষদের, এ জন্য আগের দিন জেলা পরিষদ সেখানে নিজস্ব ব্যবস্থাপনায় শহীদ মিনার নির্মাণের ঘোষণা দিয়েছিল।