![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2020-12%252Faae378d8-d303-47ac-bf17-7ea551cba538%252FNATORE_LALSABUJE_PHOTO.JPG%3Foverlay%3Dhttps%253A%252F%252Fimages.prothomalo.com%252Fprothomalo-bangla%252F2020-11%252F54141ce1-65f9-4c75-b13f-9fdce8bbd3dc%252Ffacebook_post_banner__1_.jpg%26overlay_position%3Dbottom%26overlay_opacity%3D1%26w%3D1200%26h%3D627%26auto%3Dformat%252Ccompress%26ogImage%3Dtrue%26overlay_width_pct%3D1)
মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধা জানাতে ২৮২ উপজেলায় গাছের চারা রোপণ
বিজয় দিবস উপলক্ষে মুক্তিযুদ্ধে শহীদ জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাতে বিশেষ উদ্যোগ নিয়েছে একটি স্বেচ্ছাসেবী সংগঠন। ওই সংগঠনের পক্ষ থেকে দেশের ২৮২টি উপজেলায় একযোগে পাঁচ হাজার গাছের চারা রোপণ করা হয়েছে। বুধবার নাটোর শহরের মহারাজা জেএন স্কুল অ্যান্ড কলেজের শহীদ মিনারের পাশে ফুলগাছের চারা রোপণের মধ্য দিয়ে এই কর্মসূচি শুরু হয়।
লাল সবুজ উন্নয়ন সংঘ নামের ওই সংগঠনের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম বুধবার বেলা ১১টায় চারা রোপণের কর্মসূচি উদ্বোধন করেন। সংগঠনটি পরিচালিত হয় শিক্ষার্থীদের টিফিনের টাকায়।