রজনী রাজি হলে জুটি বাঁধতে বাধা নেই, ফের জানালেন কমল
রাজনৈতিক মতাদর্শের মিল হলে প্রয়োজনে রজনীকান্তের সঙ্গে হাত মেলাতে রাজি তিনি। মানুষের স্বার্থে নিজের সমস্ত অহং বিসর্জন দিয়ে তাঁর সঙ্গে সহযোগিতা করতেও বাধা নেই তাঁর। মঙ্গলবার ফের জানালেন দক্ষিণী সিনেমার সুপারস্টার কমল হাসন।
এই প্রথম নয়, এর আগেও তামিল রাজনীতিতে রজনীর সঙ্গে হাত মিলিয়ে কাজ করার ইচ্ছা প্রকাশ করেছেন কমল। তবে এ নিয়ে রজনীর সিদ্ধান্তও জরুরি বলে মনে করেন তিনি। মঙ্গলবার কমলের ইঙ্গিতপূর্ণ টুইট, ‘এ নিয়ে রজনীকে কথা বলতে দিন। প্রয়োজন হলে আমরা পরস্পরকে সাহায্য করব... মানুষের স্বার্থে সমস্ত অহং ছেড়ে সহযোগিতার হাত বা়ড়াব। আমরা আগেও বলেছি... এটা নতুন করে কিছু বলার নেই’।
কমলের এই ইচ্ছায় রজনীর সম্মতি মিললে তা সাম্প্রতিককালে তামিল রাজনীতির সবচেয়ে বড় ঘটনা হবে বলে মনে করছেন রাজনীতির কারবারিদের একাংশ। সেই সঙ্গে জয়ললিতা এবং করুণানিধির মৃত্যুর পর তামিল রাজনীতিতে যে শূন্যস্থান তৈরি হয়েছে, তা-ও অনেকটাই পূরণ হবে বলে মনে করছেন তাঁরা।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.