দেড় যুগ পর শিকল মুক্ত হলো দুই বোন

ইত্তেফাক মাদারগঞ্জ প্রকাশিত: ১৫ ডিসেম্বর ২০২০, ১০:১৩

ছোট্ট একটি ঘরে প্রায় দেড় যুগ ধরে শিকলে বেঁধে রাখা হয়েছে দুই বোন পাপড়ি ও অনন্যাকে অবশেষে প্রশাসনের হস্তক্ষেপে দেড় যুগ পর শিকল মুক্ত করা হলো। দেড় যুগ আগে দুই বোনকে একটি ঘরে পায়ে শিকল লাগিয়ে তালাবন্ধ করে রাখা হয়েছিলো। কারণ তারা মানসিক ভারসাম্যহীন আর প্রতিবেশিদের জন্য নাকি যন্ত্রণাদায়ক। তাদের যত্ন নেওয়ার কেউ নেই। পার না ঠিকমতো খাবার। ফলে অসহায় দুই বোন ভুগছেন পুষ্টিহীনতায়।

পাপড়ি (২৬) ও অনন্যার (২২) বাড়ি জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলার আদারভিটা ইউনিয়নের আদারভিটা গ্রামে। মা-বাবা মারা গেছেন অনেক আগে। এখন ছোট ভাই সম্রাট (২৫) দেখাশোনা করেন তাদের। আরেক ভাই মুশফিকুর রহমান (১৭) অষ্টম শ্রেণিতে লেখাপড়া করত। অভাবের সংসারে তার স্কুলে যাওয়া বন্ধ।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও