মুন্সিগঞ্জের শিমুলিয়া-বাংলাবাজারে পারাপারের অপেক্ষায় ৩ শতাধিক যানবাহন

ইনকিলাব শিমুলিয়া ফেরিঘাট প্রকাশিত: ১৫ ডিসেম্বর ২০২০, ১০:০৩

গাড়ীর দীর্ঘ সারি, চরম দুর্ভোগ যাত্রী ও চালক, হেলপারদের। ঘন কুয়াশার কারণে দুর্ঘটনা এড়াতে শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে আজ মঙ্গলবার সকাল ৬টা থেকে সকল প্রকার ফেরি চলাচল বন্ধ রয়েছে। এতে শিমুলিয়া ঘাট এলাকায় ৩ শতাধিক ছোট বড় যানবাহন পারাপারের অপেক্ষায় রয়েছে। এর মধ্যে ট্রাকের সংখ্যাই বেশি।

বিষয়টি নিশ্চিত করে মাওয়া বিআইডব্লিউটিসির মেরিন অফিসার মো. আহম্মেদ আলী জানান, কুয়াশার কারণে মঙ্গলবার সকাল ৬টা থেকে পদ্মা নদীতে ২ ফুট অদূরে দিক মার্ক সিগন্যাল না দেখা যাওয়ায় দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ রাখেন বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ। এ রিপোর্ট লেখা পর্যন্ত সকাল সাড়ে ৮টায় ঘাটে সকল ফেরি চলাচল বন্ধ রয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও