![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.jagonews24.com%2Fog-image%2Fcountry%3Ffile%3Ddefault%26imgPath%3D2019November%2Ffighter-20201214115402.jpg)
যুদ্ধ করলেন কে আর মুক্তিযোদ্ধা হলেন কে!
ঝালকাঠি সদর উপজেলার নেহালপুর গ্রামের মৃত সৈয়দ আলী দুয়ারীর ছেলে মো. সুলতান আহম্মেদ দুয়ারী মুক্তিযুদ্ধে অংশগ্রহণ না করেও দীর্ঘ কয়েক বছর যাবৎ মুক্তিযোদ্ধার ভাতাসহ যাবতীয় রাষ্ট্রীয় সুযোগ সুবিধা ভোগ করেছেন।
অথচ পার্শ্ববর্তী পিপলিতা গ্রামের মৃত সৈয়দদ্দিনের ছেলে সুলতান হোসেন ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেও মুক্তিযোদ্ধা ভাতা কিংবা কোনো প্রকার রাষ্ট্রীয় সুবিধা পাননি।