You have reached your daily news limit

Please log in to continue


নতুন করে আবার ‘চরিত্রহীন’ হলাম

জন্মদিনের সেরা উপহার পেলেন স্বস্তিকা মুখোপাধ্যায়? নাকি দেবালয় ভট্টাচার্যের ‘চরিত্রহীন ৩’-এ ‘রাবেয়া’ চরিত্রে অভিনয় করে রিটার্ন গিফট দিলেন তার অনুরাগীদের? সম্ভবত এও বোঝালেন, ৪০ বছরেও যোগ্য সঙ্গত আর ধারালো চিত্রনাট্য পেলে এখনো তিনিই সেরা! সবটাই বলবে নতুন সিরিজ। ২৪ ডিসেম্বর যা মুক্তি পাচ্ছে হইচই প্ল্যাটফর্মে। স্বস্তিকা বলুন চাই না বলুন, ১৩ ডিসেম্বর এসভিএফ দফতরে ডাকা সাংবাদিক আড্ডার তিনিই যে মূল আকর্ষণ, বলাই বাহুল্য। সিরিজের পরিচালক দেবালয় ভট্টাচার্য, সৌরভ দাস, নয়না গঙ্গোপাধ্যায়, সৌরভ চক্রবর্তী, মুমতাজ সরকার, সঙ্গীতকার অমিত-ঈশান উপস্থিত ছিলেন সেখানে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন