![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2020-12%252Fe18178f0-237b-4b88-813d-5b5fa275c8ed%252FDSC_0857.jpg%3Frect%3D0%252C0%252C3872%252C2033%26overlay%3Dhttps%253A%252F%252Fimages.prothomalo.com%252Fprothomalo-bangla%252F2020-11%252F54141ce1-65f9-4c75-b13f-9fdce8bbd3dc%252Ffacebook_post_banner__1_.jpg%26overlay_position%3Dbottom%26overlay_opacity%3D1%26w%3D1200%26h%3D627%26auto%3Dformat%252Ccompress%26ogImage%3Dtrue%26overlay_width_pct%3D1)
শিল্পকলায় জমজমাট নবান্ন উৎসব
বাংলাদেশ শিল্পকলা একাডেমির উদ্যোগে রোববার আলোচনা, নাচ, গান, আবৃত্তি ও বাদ্যযন্ত্রের সম্মিলনে চিত্রিত হয় চিরচেনা নবান্নের অপরূপ সৌন্দর্য।
একাডেমির সংগীত, নৃত্যশিল্পী ও গম্ভীরা দলের শিল্পীরা জাতীয় নাট্যশালার লবিতে সংগীত ও নৃত্য পরিবেশন করেন।