করোনার প্রকোপে স্থগিত হয়েছে ক্রিকেটের বেশ কয়েকটি টুর্নামেন্ট। ধীরে ধীরে সেগুলো মাঠে ফেরানোর ব্যবস্থা করছে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা-আইসিসি। এরই ধারাবাহিকতায় আগামী বছরের জুন থেকে ২০২২ যুব বিশ্বকাপ বাছাইপর্ব আয়োজন করার ঘোষণা দিয়েছে সংস্থাটি। যা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল চলতি বছরেই। কিন্তু করোনার কারণে তা এক বছর পিছিয়ে দেয় আইসিসি।
ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠেয় পরবর্তী আসরে অংশগ্রহণ করবে ১৬ টি দল। এর মধ্যে সরাসরি খেলবে-বাংলাদেশ, ওয়েস্ট ইন্ডিজ, আফগানিস্তান, ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, পাকিস্তান , দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ে। বাকি ৫ টি জায়গার জন্য লড়াই করবে ৫ অঞ্চলের (এশিয়া, আমেরিকা, পূর্ব এশিয়া, আফ্রিকা ও ইউরোপ) ৩৩টি দল।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.