![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2020-11%252Ffd165304-62bf-45a0-963e-4a5bb707b722%252Fcourt_01.png%3Frect%3D0%252C118%252C1600%252C840%26overlay%3Dhttps%253A%252F%252Fimages.prothomalo.com%252Fprothomalo-bangla%252F2020-11%252F54141ce1-65f9-4c75-b13f-9fdce8bbd3dc%252Ffacebook_post_banner__1_.jpg%26overlay_position%3Dbottom%26overlay_opacity%3D1%26w%3D1200%26h%3D627%26auto%3Dformat%252Ccompress%26ogImage%3Dtrue%26overlay_width_pct%3D1)
অস্ত্রোপচারকক্ষে বালিশ–কাঁথা-কম্বল, জরিমানা ৬ লাখ টাকা
সিলেটের একটি বেসরকারি হাসপাতালের অস্ত্রোপচারকক্ষ (অপারেশন থিয়েটার) কর্মীদের ঘুমানোর স্থান হিসেবে ব্যবহার করা হতো। সেখানে পাওয়া গেল কাঁথা, কম্বল ও বালিশ। সেই কক্ষে আরও ছিল চেয়ার, টেবিল, লাগেজ ও ট্রলি। নোংরা অবস্থায় ছিল কক্ষটি।
রোববার দুপুরে সিলেট নগরের সোবহানীঘাট এলাকার মা ও শিশু হাসপাতালে এমন অবস্থা পেয়ে হাসপাতালটির কর্তৃপক্ষকে ছয় লাখ টাকা জরিমানা করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে তাদের জরিমানা করেন।