কাকরাইলে অবস্থিত জাজেস কমপ্লেক্সের বাসা থেকে সাইকেল চালিয়ে হাইকোর্টে এসেছেন বিচারপতি মো. আশরাফুল কামাল। সুপ্রিম কোর্টের প্রধান ফটক দিয়ে গতকাল রোববার সকাল সাড়ে ৯টার দিকে তিনি সাইকেল চালিয়ে প্রবেশ করেন।
তাঁর সঙ্গী ছিলেন সুপ্রিম কোর্টের দুজন আইনজীবী। তাঁরা হলেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির জ্যেষ্ঠ সহসম্পাদক ইমতিয়াজ ফারুক ও সমিতির কার্যনির্বাহী কমিটির সাবেক সদস্য মাহফুজ বিন ইউসুফ। প্রবেশের সময় পেছনে আরেকটি সাইকেলে চড়ে বিচারপতির গাড়িচালককেও প্রবেশ করতে দেখা যায়।
সমিতি প্রাঙ্গণে গত ৫ নভেম্বর সাইকেল শেডের উদ্বোধন করা হয়। বাইসাইকেলকে পরিবেশবান্ধব ও স্বাস্থ্যসম্মত বাহন অভিহিত করে ওই অনুষ্ঠানে বিচারপতি মো. আশরাফুল কামাল বলেছিলেন, এ বছরই তিনি সাইকেল কিনবেন এবং বাসা থেকে মাঝেমধ্যে সাইকেলে করে কোর্টে আসবেন।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.