কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

বন্ধ রয়েছে শত কোটি টাকার ৪ লেন প্রকল্পের কাজ, জনদুর্ভোগ

বাংলা ট্রিবিউন চট্টগ্রাম মেট্রোপলিটন প্রকাশিত: ১৩ ডিসেম্বর ২০২০, ১৯:৩২

খুলনা মহানগরীর বঙ্গবন্ধু চত্বর (ময়লাপোতা মোড়) থেকে জিরো পয়েন্ট পর্যন্ত শেরে বাংলা সড়ক চার লেনে উন্নীত করার কাজ শুরু হয় গত অক্টোবর মাসে। সড়ক সম্প্রসারণের জন্য দুপাশে গর্ত খোঁড়ে সড়ক বিভাগ। গল্লামারী শহীদ স্মৃতিস্তম্ভ থেকে খুলনা বিশ্ববিদ্যালয়ের সামনে দিয়ে জিরো পয়েন্ট পর্যন্ত এসব গর্ত খোঁড়া হয়। কিন্তু হঠাৎ করেই এ কাজ বন্ধ করা হয়েছে। সড়ক সম্প্রসারণের কাজ করার সময় দুপাশের নালায় জব মাটি পাওয়ার কারণে কাজ বিঘ্নিত হওয়ায় এ কাজ বন্ধ রাখা হয়েছে বলে জানিয়েছে সড়ক বিভাগ। এতে সড়কের দুপাশে বড় গর্ত থাকায় ঝুঁকিপূর্ণভাবে যান চলাচল করছে। পথচারীদেরও দুর্ভোগ পোহাতে হচ্ছে যাতায়াতে।

খুলনা সড়ক বিভাগের এ প্রকল্পের ব্যয় ১০০ কোটি টাকা। গত ১৭ অক্টোবর আনুষ্ঠানিকভাবে প্রকল্পের কাজ শুরু হয়। শুরুতেই সড়কের সম্প্রসারিত অংশের জন্য দুপাশের মাটি খোঁড়া হয়। খোঁড়ার দুই সপ্তাহের মধ্যেই কাজ বন্ধ হয়ে যায়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও