বাংলাদেশ ছেড়ে চলেই যাচ্ছে তিয়ান-ই
ডেইলি বাংলাদেশ
প্রকাশিত: ১৩ ডিসেম্বর ২০২০, ১৯:০৯
বিশ্বের সবচেয়ে বড় ভাসমান ক্রেন হিসেবে খ্যাত ‘তিয়ান-ই’। পদ্মাসেতুতে দীর্ঘ তিন বছর নয় মাস কাজ শেষে বাংলাদেশ ছেড়ে চীনে ফিরে যাচ্ছে ভাসমান এ ক্রেনটি।
পদ্মাসেতুর স্প্যান বসাতে বিশেষ এ ক্রেনটি আনা হয়েছিল চীন থেকে। তিন হাজার ৬০০ টন ধারণক্ষমতার তিয়ান-ই পদ্মাসেতুর সব স্প্যান কনস্ট্রাকশন ইয়ার্ড থেকে বহন করে নিয়ে পিলারে উঠিয়েছে।