জামালপুরের সরিষাবাড়ীতে জুয়ার আসরের ৫০ টাকার ভাগবাটোয়ারা নিয়ে ঘটনায় আলম মিয়া নামে এক যুবক খুন হয়েছে। রোববার ভোরে উপজেলার পৌর এলাকার কাঠিয়ারবাড়ী গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ দুপুরে লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করেছে। স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, আলম মিয়া পৌরসভার কাঠিয়ার বাড়ি গ্রামের তমছের আলীর ছেলে।
ওই গ্রামের পশ্চিম পাশে নবা আলীর পানি সেচ ঘরে দীর্ঘদিন ধরে জুয়ার আসর চলে আসছিল। গত শনিবার দিনভর জোয়া খেলায় হেরে যায় আলম মিয়া। একপর্যায়ে মাত্র ৫০ টাকার জন্য খেলার স্থানে কাঠিয়ারবাড়ী এলাকার হাছেন মেঠের ছেলে মুক্তা মিয়া ও ফজলের ছেলে সুমন আলমকে মারধর করে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.