১০ বছর সরকারি হাসপাতালে চাকরি করতেই হবে, না হলে কোটি রুপি জরিমানা!
করোনাকালে সরকারি হাসপাতালে ডাক্তারদের সংখ্যা কমে যাচ্ছে। তাই স্নাতকোত্তর পাস করার পর চিকিৎসকদের ১০ বছর সরকারি হাসপাতালে চাকরি করতেই হবে। এর আগে চাকরি ছেড়ে দিলে দিতে হবে ১ কোটি রুপি জরিমানা!
এই নিয়ম করা হয়েছে ভারতের উত্তরপ্রদেশে। শনিবার (১২ ডিসেম্বর) রাজ্যের মুখ্য স্বাস্থ্য সচিব অমিত মোহন প্রসাদ এ নিয়মের কথা জানান।
করোনার ধাক্কায় রাজ্যে ডাক্তারের সংখ্যা কম থাকায় আগেও এ ধরনের পদক্ষেপ নেয় সরকার। গত আগস্টে সরকারি হাসপাতাল থেকে এমডি, এমএস কিংবা স্নাতকোত্তর ডিগ্রি পাস করা ডাক্তারদের একটা নির্দিষ্ট সময়ের জন্য সরকারি হাসপাতালে কাজ করা বাধ্যতামূলক করা হয়েছিল।