নিজ দপ্তরে দুই ব্যবসায়ীকে পেটালেন রাজউক পরিচালক
পাওনা টাকা আদায়ে দুই ব্যবসায়ীকে পৃথকভাবে নিজের দপ্তরে ডেকে এনে পেটানোর অভিযোগ উঠেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) পরিচালক শেখ শাহীনুল ইসলামের বিরুদ্ধে। এ বছরের জানুয়ারি এবং সেপ্টেম্বর মাসে রাজউকের প্রধান কার্যালয়ে তাঁর দপ্তরেই ঘটনা দুটি ঘটে। এ নিয়ে দুই ব্যবসায়ী প্রথমে থানায় গেলেও পুলিশ মামলা নেয়নি। পরে গত ২৫ অক্টোবর শাহীনুলসহ তিনজনের বিরুদ্ধে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের আদালতে এ বিষয়ে লিখিত অভিযোগ করা হয়।
মারধরের শিকার দুই ব্যবসায়ী হলেন ওয়াসী উদ্দিন আহমেদ ও রায়হান আহমেদ। তাঁরা প্রথম আলোকে বলেন, রাজউকের পরিচালক শেখ শাহীনুল ইসলামের ভাগনে রাকিবুল হাসান তাঁদের ব্যবসায়িক অংশীদার। রাকিবুলের মাধ্যমেই শাহীনুলের সঙ্গে তাঁদের পরিচয়। এরপর ব্যবসায় বিনিয়োগের জন্য দুই দফায় সুদে মোট এক কোটি টাকা তাঁরা শাহীনুলের কাছ থেকে নেন। প্রথম দফায় নেওয়া ৫০ লাখ টাকার চুক্তিপত্রে শাহীনুলের সই রয়েছে। দ্বিতীয় দফায় দেওয়া টাকার চুক্তিপত্রে রাকিবুলের সই রয়েছে।