যে দশ জেলায় করোনার সংক্রমণ সবচেয়ে বেশি
দেশ-বিদেশে হু হু করে বাড়ছে করোনার প্রকোপ। করোনায় কাজ-কর্ম হারিয়ে এখনো দেশে অনেক মানুষ দিশেহারা। দেশের বিভিন্ন এলাকায় কম-বেশি সংক্রমণ হচ্ছে। তবে সবচেয়ে বেশি সংক্রমণ হচ্ছে ঢাকায়। মৃত্যুহারও এখানেই সবচেয়ে বেশি। প্রতিদিন এখানে প্রায় গড়ে দেড় হাজারেরও বেশি মানুষ কোভিড-১৯-এ সংক্রমিত হচ্ছেন।
করোনা প্রতিরোধ এবং এ-সংক্রান্ত স্বাস্থ্যসেবা নিশ্চিতের লক্ষ্যে গঠিত কোভিড-১৯ ব্যবস্থাপনা গ্রুপের বৈঠকে উঠে আসা তথ্য বলছে, ঢাকা মহানগরীসহ দেশের ১০ জেলায় করোনার প্রকোপ এখন সবচেয়ে বেশি।
এদিক থেকে ঢাকার পরের অবস্থানে থাকা জেলাগুলো হচ্ছে- চট্টগ্রাম, নারায়ণগঞ্জ, বগুড়া, গাজীপুর, বরিশাল, কুমিল্লা, সিলেট, রংপুর ও দিনাজপুর।
জানা গেছে, দেশের যত শ্রমঘন শিল্পসংশ্লিষ্ট কারখানাগুলোর বড় একটি অংশ গড়ে উঠেছে এ ১০ জেলাকে কেন্দ্র করে। এসব জেলার শ্রমঘন শিল্প এলাকাগুলোর শ্রমিকরাসহ নিম্নবিত্তরা ঘিঞ্জি পরিবেশে অল্প জায়গায় অনেকে বসবাস করছেন। ফলে এসব এলাকায় করোনা সংক্রমিতের হারও অনেক বেশি।