You have reached your daily news limit

Please log in to continue


গোপন অভিবাসন চুক্তি নবায়ন করবে সুইজারল্যান্ড-চীন

সুইজারল্যান্ড-চীন পাঁচ বছর আগে এক গোপন অভিবাসন চুক্তি করেছিল। ওই চুক্তির আওতায় চীনের নিরাপত্তা কর্মকর্তাদের নিজ দেশে ও সমগ্র ইউরোপে মুক্তভাবে চলাচলের অনুমতি দেয়া হয়েছিল। চলতি সপ্তাহে এই চুক্তির মেয়াদ শেষ হতে যাচ্ছে। তবে আলজাজিরার এক প্রতিবেদনে জানানো হয়েছে, দেশ দুটি আবারও এই চুক্তি নবায়ন করতে যাচ্ছে। এই চুক্তির আওতায় চীনের নিরাপত্তা কর্মকর্তারা সুইজারল্যান্ডে দুই সপ্তাহ পর্যন্ত থাকতে পারবেন এবং সুইজারল্যান্ড বা ইউরোপের অন্য কোনো দেশে অবৈধভাবে থাকা চীনা নাগরিকদের চীনে ফেরত নিয়ে যেতে পারবেন। হংকং, ম্যাকাওসহ আরও ৫২টি দেশের সঙ্গে সুইজারল্যান্ডের একই ধরনের চুক্তি রয়েছে। তবে মানবাধিকার প্রতিষ্ঠান সেফগার্ড ডিফেন্ডার্সের আশঙ্কা, চীনের সঙ্গে চুক্তির ব্যাপারটি ভিন্ন। কারণ, এর ফলে চীনের অভিবাসন কর্মকর্তাদের বদলে জননিরাপত্তা মন্ত্রণালয়কে বেশি ক্ষমতা প্রদান করা হচ্ছে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন