কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

১ লাখ ৮০ হাজার কোটি ইউরোর জরুরি করোনা প্রণোদনা

প্রথম আলো ব্রাসেলস প্রকাশিত: ১২ ডিসেম্বর ২০২০, ০৯:১৮

ইউরোপের ২৭ দেশভুক্ত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) এ বছরের শেষ শীর্ষ সম্মেলন সমাপ্ত হয়েছে। এই মেয়াদের ইইউ জোটের সভাপতি জার্মানির চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল বছরের শেষ সম্মেলনটি সফল হয়েছে বলে অভিমত প্রকাশ করেছেন। গতকাল শুক্রবার শীর্ষ সম্মেলনে তিনটি মূল বিষয় নিয়ে ২৭ দেশের প্রধানেরা চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছেছেন।

ব্রাসেলসে শীর্ষ সম্মেলনে তিনটি মূল বিষয় নিয়ে গতকাল ভোর পর্যন্ত ইউরোপীয় নেতারা ২১ ঘণ্টা ধরে আলোচনা করেন। আগামী বাজেট, করোনা প্রণোদনা ও জলবায়ু রক্ষায় কার্বন গ্যাস নিঃসরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ নিয়ে জোটভুক্ত দেশগুলো একমত হয়েছে। সম্মেলন শেষে ইইউ কাউন্সিলের সভাপতি চার্লস মিশেল এবং কমিশনের প্রধান উরসুলা ভন ডার লেইন আঙ্গেলা ম্যার্কেলের প্রশংসা করে বলেছেন, ম্যার্কেলের অভিজ্ঞ নেতৃত্বেই জলবায়ু রক্ষার্থে কঠোর সময়োপযোগী সিদ্ধান্তসহ আরও দুটি সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও