ঢাকা থেকে খুলনা-বরিশাল যাওয়া যাবে ‘তিন ঘণ্টায়’
প্রথম আলো
প্রকাশিত: ১১ ডিসেম্বর ২০২০, ১৯:২৫
পদ্মা সেতু চালু হলে ঢাকা থেকে দক্ষিণাঞ্চলের জেলাগুলোর সঙ্গে যাতায়াতের সময় দুই থেকে আড়াই ঘণ্টা কমে আসবে। এতে এক দিকে যেমন ভোগান্তি কমবে, তেমনি যাত্রার ব্যয়ও সাশ্রয় হবে। সব মিলিয়ে সুফল পাবে ২১ জেলার মানুষ।
এখন মাওয়া–জাজিরায় পদ্মা সেতু পাড়ি দিতে ফেরিতে দেড় ঘণ্টার মতো সময় লাগে।
আর আরিচা–পাটুরিয়ায় সময় লাগে ৪০ মিনিটের মতো। সমস্যা হলো, ঘাটে গিয়েই ফেরিতে ওঠার নিশ্চয়তা নেই। কখনো কখনো বাসকে সারা দিন–রাত ঘাটে বসে থাকতে হয় ফেরিতে উঠতে।