-11-12-2020-samakal-5fd3602ba3670.jpg)
চলনবিলের পাখি শিকারীদের ধরিয়ে দিলেই মিলছে পুরস্কার
চলনবিলের প্রকৃতি ও পাখি বাঁচাতে ব্যতিক্রর্মী উদ্যোগ নিয়েছেন স্থানীয় পরিবেশ কর্মীরা। এই শীতে পাখি শিকারীদের ধরিয়ে দিলেই পুরস্কার হিসেবে দেওয়া হচ্ছে একটি শীতবস্ত্র। শুক্রবার ভোরে কনকনে শীত উপেক্ষা করে পাখি শিকারীদের খোঁজে চলনবিলের কলম,
কালিনগর, নুরপুর, নিংগইন, ভাগনাগরকান্দি, শাহবাজপুর এলাকায় অভিযান চালানো হয়। এসময় পাখি রক্ষায় ৫টি পয়েন্টে লিফলেট বিতরণ ও পথসভা করেন পরিবেশ কর্মীরা। এই শীতে পাখি শিকারীদের ধরিয়ে দিলেই পুরস্কার হিসেবে শীতবস্ত্র দেওয়ার ঘোষণা দেয়া হয়।
- ট্যাগ:
- বাংলাদেশ
- পুরুস্কার
- পাখি শিকারি