![](https://media.priyo.com/img/500x/https://ichef.bbci.co.uk/news/1024/branded_bengali/4023/production/_115991461_a9d34a80-14d5-4f79-a5ce-4eda7742882f.jpg)
মাউন্ট এভারেস্ট: চূড়ায় পৌঁছাতে কীভাবে প্রস্তুতি নেবেন
বিবিসি বাংলা (ইংল্যান্ড)
প্রকাশিত: ১১ ডিসেম্বর ২০২০, ১৭:১৯
সারাবিশ্বে আজ পালিত হচ্ছে ইন্টারন্যাশনাল মাউন্টেন ডে। পর্বতের প্রতি দুর্নিবার আকর্ষণ থেকে প্রতিবছর অসংখ্য পর্বতারোহণ করেন পর্বতারোহীরা - যার মধ্যে সবচেয়ে আকর্ষণীয় হলো সর্বোচ্চ পর্বতশৃঙ্গ এভারেস্ট। কিন্তু এর চূড়ায় পৌঁছাতে দরকার ব্যাপক প্রস্তুতি। একজন তরুণ পর্বতারোহী কীভাবে সেই প্রস্তুতি নেবেন।
- ট্যাগ:
- আন্তর্জাতিক
- দিবস
- পর্বতারোহী