ইইউর সঙ্গে দ্বিপক্ষীয় বাণিজ্য চুক্তি নিয়ে শেষ প্রচেষ্টা যুক্তরাজ্যের
চলতি বছরের শেষ দিনে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সঙ্গে যুক্তরাজ্যের বিচ্ছেদ বা ব্রেক্সিট প্রক্রিয়া শেষ হওয়ার মুখে দ্বিপক্ষীয় বাণিজ্য চুক্তিটি বহাল রাখার প্রচেষ্টা চলছে। এ জোটের সঙ্গে চুক্তিটি বহাল রাখার শেষ প্রচেষ্টা হিসেবে গত বুধবার ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন ইইউ সদর দপ্তরে ইইউ কমিশনের সভাপতি উরসুলা ভন ডের লেইনের সঙ্গে বৈঠক করেছেন।