![](https://media.priyo.com/img/500x/https://www.bd-pratidin.com/assets/news_images/2020/12/11/og/143441_bangladesh_pratidin_Chapai_Nawabganj_01.jpg)
চাঁপাইনবাবগঞ্জের বিভিষণ সীমান্তে ৬ বাংলাদেশি আটক
ভারতের কারাগারে সাজাভোগ শেষে বাংলাদেশে প্রবেশের সময় চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বিভিষণ সীমান্তে নারী-পুরুষসহ ৬ বাংলাদেশিকে আটক করেছে বিজিবি। আটককৃতরা হচ্ছে, মাদারীপুর জেলার রাজৈর থানার মাঝকান্দি গ্রামের মৃত আব্দুল খালেক শরীফের ছেলে মহিউদ্দিন শরীফ (৪০), খুলনা মহানগরীর সোনাডাঙ্গা থানার দক্ষিণ রায়ের মহল এলাকার দেলোয়ার মুন্সীর ছেলে রাকীব মুন্সী (৩০), শরীয়তপুর জেলার দামুরড্যা উপজেলার সদরকাঠি গ্রামের মোঃ ইদ্রিস মাতব্বরের ছেলে হানিফ মাতব্বর (২৫),
নড়াইল জেলার নড়াইল সদর উপজেলার কদমতলী চাচরা গ্রামের মোঃ আবু তালেব শেখের মেয়ে পান্না শেখ (৪৫), খুলনা জেলার দৌলতপুর ইশিপাড়া গ্রামের মোঃ আফজাল সরদারের মেয়ে মোসাঃ ফারজানা আক্তার (২০) ও যশোর জেলার শার্শা উপজেলার মাটি পুকুরিয়া মৃত মোস্তফা সরদারের মেয়ে মোসাঃ তানজিলা খাতুন ওরফে প্রিয়া (২১)।
- ট্যাগ:
- বাংলাদেশ
- আটক
- অনুপ্রবেশ
- ভারতে কারাভোগ