ক্ষুদ্র ব্যবসায়ীদের নিষ্পেষণের অভিযোগ ফেসবুকের বিরুদ্ধে, যুক্তরাষ্ট্রের মামলা
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক কর্তৃপক্ষ বাজার নিয়ন্ত্রণের ক্ষমতা ব্যবহার করে অপেশাদারি প্রতিযোগিতা করে ক্ষুদ্র ব্যবসায়ীদের নিষ্পেষণ এবং একচেটিয়া আধিপত্য বিস্তারের অভিযোগে তাদের বিরুদ্ধে একযোগে মামলা করেছে মার্কিন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সরকারসহ ৪৮টি অঙ্গরাজ্যের সরকার। বুধবার (৯ ডিসেম্বর) মার্কিন ফেডারেল ট্রেড কমিশন এবং ৪৮ অঙ্গরাজ্যের অ্যাটর্নি জেনারেলদের করা মামলার পরপরই ফেসবুকের শেয়ারের মূল্য উল্লেখযোগ্য হারে কমে যায় বলে জানা গেছে।
৪৮টি অঙ্গরাজ্যের অ্যাটর্নি জেনারেলদের জোটের নেতৃত্ব দিচ্ছেন নিউইয়র্কের অ্যাটর্নি রেতিতিয়া জেমস। তিনি অভিযোগ করে বলেন, ফেসবুক তার একক আধিপত্য বিস্তারের লক্ষ্যে সম্ভাব্য হুমকি হয়ে ওঠা প্রতিষ্ঠানগুলোকে ঠেকাতে পদ্ধতিগত কৌশল বাস্তবায়ন করে চলছে।