বাল্যবিবাহ প্রতিরোধে অব্যাহতভাবে কাজ করে যাওয়ার আহ্বান স্পিকারের
স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, বাল্যবিবাহ প্রতিরোধ, মাতৃস্বাস্থ্য উন্নয়ন, নিরাপদ প্রসবের মাধ্যমে মাতৃমৃত্যু হ্রাস ও নারী-কন্যাশিশুদের সামাজিক নিরাপত্তা নিশ্চিতকরণে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব পার্লামেন্টারিয়ান্স অন পপুলেশন অ্যান্ড ডেভেলপমেন্ট (বিএপিপিডি) নির্বাচনী এলাকাভিত্তিক জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে সক্রিয় ভূমিকা রাখছে।
বিএপিপিডির আওতাধীন বিভিন্ন সাব-কমিটি ইউনিয়ন পর্যায় পর্যন্ত যোগাযোগ স্থাপন করেছে যা কার্যকর পদক্ষেপ। এ ধারা অব্যাহত রাখার মাধ্যমে বাল্যবিবাহ প্রতিরোধ ও সামাজিক নিরাপত্তা নিশ্চিতকরণে কাজ করে যেতে হবে।