You have reached your daily news limit

Please log in to continue


মজুরি বাড়ছে, আওতা কমছে

দেশব্যাপী পরিচালিত ‘অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচির (ইজিপিপি) আওতা কমছে। এখন যেমন সব উপজেলায় কর্মসূচিটি চলছে, আগামী ২০২১-২২ অর্থবছর থেকে তা আর রাখা হবে না। তবে বর্তমানে কর্মসূচির আওতায় ২০০ টাকা করে যে দৈনিক মজুরি দেওয়া হচ্ছে, তা বাড়িয়ে ৫০০ টাকা করা হবে। সেটিও আগামী অর্থবছর থেকেই। অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ এমন মতামত জানিয়ে ৩ ডিসেম্বর দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়েছে। দরিদ্রদের জন্য বিদ্যমান দৈনিক মজুরি বাড়াতে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় কয়েক মাস ধরেই অর্থ বিভাগে আবেদন জানিয়ে আসছে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়–সম্পর্কিত স্থায়ী কমিটিও এ ব্যাপারে সুপারিশ করেছে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন