'ধনী দেশগুলো প্রয়োজনের চেয়ে অনেক বেশি ভ্যাকসিন কিনেছে'
বিশ্বের ধনী দেশগুলো প্রয়োজনের চেয়ে তিনগুণ বেশি করোনা ভ্যাকসিন কিনে নিয়েছে । আর এর কারণে দরিদ্র দেশগুলোর জনগণ করোনার ভ্যাকসিন বঞ্চিত হতে পারে শঙ্কা প্রকাশ করেছে দ্য পিপল’স ভ্যাকসিন অ্যালায়েন্স।
বুধবার দ্য পিপল’স ভ্যাকসিন অ্যালায়েন্স পক্ষ থেকে প্রকাশিত একটি প্রতিবেদনে এমন শঙ্কা প্রকাশ করা হয়েছে। এই জোটে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, অক্সফামের মতো মানবাধিকার প্রতিষ্ঠানগুলোও রয়েছে।
এ প্রসঙ্গে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের অর্থনৈতিক ও সামাজিক বিচার বিভাগের প্রধান স্টিভ ককবার্ন বলেন, ভ্যাকসিন মজুতের ফলে বিশ্বে সবার জন্য ভ্যাকসিন নিশ্চিতকরণের বিষয়টিকে স্পষ্টভাবেই অবহেলা করা হচ্ছে।