![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2020-12%252F60a3e124-df4d-44bd-a01d-a993f2709c28%252FMohsen_Fakhrizadeh_AFP.jpg%3Frect%3D0%252C20%252C1524%252C800%26overlay%3Dhttps%253A%252F%252Fimages.prothomalo.com%252Fprothomalo-bangla%252F2020-11%252F54141ce1-65f9-4c75-b13f-9fdce8bbd3dc%252Ffacebook_post_banner__1_.jpg%26overlay_position%3Dbottom%26overlay_opacity%3D1%26w%3D1200%26h%3D627%26auto%3Dformat%252Ccompress%26ogImage%3Dtrue%26overlay_width_pct%3D1)
ইরানের পরমাণুবিজ্ঞানী হত্যায় জড়িত কয়েকজন গ্রেপ্তার
ইরানের শীর্ষ পরমাণুবিজ্ঞানী মোহসেন ফাখরিজাদেহ হত্যায় জড়িত ব্যক্তিদের মধ্যে কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। ইরানের পার্লামেন্টের স্পিকারের এক উপদেষ্টা এ তথ্য জানিয়েছেন। গতকাল মঙ্গলবার বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ কথা বলা হয়।