পথচারীর এক ফোনে প্রাণ ফিরে পেল কাক
গাছের মগডালে ঘুড়ির ছেঁড়া সুতায় ঝুলছিল একটি কাক। দীর্ঘ সময় ঝুলে থেকে কাকটির প্রাণ যায় যায় অবস্থা। এ সময় বিষয়টি চোখে পড়ে এক পথচারীর। তিনি কাকটি উদ্ধারে ফোন দেন জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ। ফোন পেয়ে মুহূর্তেই ঘটনাস্থলে ছুটে যান দমকল কর্মীরা। রাজশাহী নগরীর লক্ষ্মীপুর এলাকা বুধবার বেলা ১১টা ৫৫ মিনিটে ঝুলে থাকা কাকটি উদ্ধার করেন রাজশাহী সদর ফায়ার স্টেশনের উদ্ধারকারীরা।
রাজশাহী সদর ফায়ার স্টেশনের স্টেশন অফিসার একেএম লতিফুল বারি এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বেলা ১১টা ৭ মিনিটে জাতীয় জরুরি সেবা থেকে তাদের কাছে ফোন আসে। জানানো হয় নগরীর লক্ষ্মীপুর মোড়ের রুপালী ব্যাংকের সামনের একটি গাছে আটকা পড়েছে একটি কাক।
- ট্যাগ:
- বাংলাদেশ
- পথচারী
- ‘কাক’
- জাতীয় জরুরি সেবা-৯৯৯