বাবা হওয়ার 'বিরাট' ঘোষণা থেকে মোদীর 'দীপ জ্বেলে যাই'! ২০২০-তে ট্যুইটারে যে যে বিষয়ে ঝড় তুলল ভারত
দেখতে দেখতে শেষ হতে চলল ২০২০। ভারতে এই পুরো বছরের সমস্ত চর্চিত বিষয়ের একটা হাইলাইট প্রকাশ করল ট্যুইটার। চলতি বছরে কোন ট্যুইট সবথেকে বেশি লাইক পেয়েছ, কোন ট্যুইট সবথেকে বেশি পরিমাণে রিট্যুইট হয়েছে, কোন ট্যুইট সম্পর্কে ভারতীয়রা হ্যাশট্যাগ আকারে সবচেয়ে বেশি আলোচনার ঝড় তুলেছেন, জানা গেল সব তার কিছুই।
চলতি বছরে সবথেকে বেশি পরিমাণে যে ট্যুইট রিট্যুইট করা হয়েছে, সেটি হল তামিল অভিনেতা বিজয়ের ভক্তদের সঙ্গে সেলফি। অন্য দিকে আবার ক্রীড়াজগতে ২০২০ সালের সেরা ট্যুইট, বাবা হতে চলেছেন, বিরাট কোহলির সেই ঘোষণা। অন্য দিকে চলতি বছরে হ্যাশট্যাগ হিসেবে সেরার সেরা ট্যুইট অতি অবশ্যই #COVID19। এছাড়াও চলমান ঘটনাবলীর বিচারে ভারতে এবারে বাকি দুই জনপ্রিয় হ্যাশট্যাগ #SushantSinghRajput এবং #Hathras।
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
১ বছর আগে