নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজলো হাতিয়ার সুখচর ইউনিয়নের একটি বাগানের ঝোপ থেকে একটি ওয়ান সুটারগান, দুটি গুলি ও একটি পাইরোটেকনিক উদ্ধার করেছে কোস্টগার্ড। তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি তারা। মঙ্গলবার বিকাল ৪টার দিকে ঢালচর এলাকা থেকে অস্ত্রগুলো উদ্ধার করা হয়।
কোস্টগার্ড হাতিয়ার স্টেশন অফিসার লে. বিশ্বজিৎ বড়ুয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, একদল ডাকাত ঢালচর এলাকায় সন্ত্রাসী কর্মকান্ড পরিচালনার উদ্দেশ্যে অস্ত্র নিয়ে অবস্থান করছে, এমন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালানো হয়। অভিযানকালে একটি বাগানের ঝোঁপ থেকে রক্ষিত অবস্থায় অবৈধ একটি ওয়ান সুটারগান, দুটি গুলি ও একটি পাইরোটেকনিক উদ্ধার করা হয়েছে। অস্ত্র সংরক্ষণের সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.