আবারও কুয়েতের প্রধানমন্ত্রী শেখ সাবাহ
কুয়েতের প্রধানমন্ত্রী হিসেবে পুনরায় মনোনয়ন পে্য়েছেন শেখ সাবাহ আল-খালিদ আল-সাবাহ। দেশটির পার্লামেন্ট নির্বাচনের পর মঙ্গলবার শেখ সাবাহকে পুনরায় স্বপদে বহাল করেন কুয়েতের আমির শেখ নাওয়াফ আল-আহমাদ আল-সাবাহ। খবর আল জাজিরা।
রাষ্ট্রীয় বিষয়ে কুয়েতের আমিরের সিদ্ধান্তই চূড়ান্ত। দেশটিতে সরকার ও পার্লামেন্টের মধ্যকার সেতুবন্ধন হিসেবে কাজ করেন প্রধানমন্ত্রী। মঙ্গলবার অনুমোদনের জন্য মন্ত্রিসভার সদস্যদের মনোনীত করতে শেখ সাবাহকে নির্দেশ দিয়েছেন শেখ নাওয়াফ। তবে এই নির্বাচনে বিরোধীদের অবস্থান গতবারের চেয়ে আরো বেশি শক্তিশালী হয়েছে।