নেত্রকোনা ট্র্যাজেডি দিবসে ৫ মিনিট শহর স্তব্ধ

প্রথম আলো নেত্রকোনা প্রকাশিত: ০৮ ডিসেম্বর ২০২০, ১৫:২৭

সন্ত্রাস, মৌলবাদ, জঙ্গিবাদ ও সাম্প্রদায়িকতাকে রুখে দাঁড়ানোর দৃঢ় প্রত্যয় নিয়ে আজ মঙ্গলবার ‘নেত্রকোনা ট্র্যাজেডি দিবস’ পালিত হয়েছে। এ উপলক্ষে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে। এর মধ্যে সকাল ১০টা ৪০ মিনিট থেকে ১০টা ৪৫ মিনিট পর্যন্ত ৫ মিনিট স্তব্ধ ছিল নেত্রকোনা শহর।

এ সময় শহরের রাস্তায় চলেনি কোনো যানবাহন, হাঁটেননি কোনো পথচারী। সকাল ১০টা ৪০ বাজার সঙ্গে সঙ্গেই সবাই নিজ নিজ কাজ ফেলে রেখে রাস্তায় নেমে আসেন। সড়কে যানবাহনগুলো চলাচল থামিয়ে দাঁড়িয়ে থাকে। দোকানিরাও এ সময় নেমে আসেন রাস্তায়। পথচারীরাও থেমে যান। তাঁরা শ্রদ্ধা জানান ১৫ বছর আগে বোমা হামলায় নিহত ব্যক্তিদের প্রতি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও