কালভার্টের মুখ আটকে পুকুর, জলাবদ্ধ হাজার বিঘা জমি
পাবনার ভাঙ্গুড়া উপজেলার ‘কানা বিলের’ হাজার বিঘা জমি জলাবদ্ধ হয়ে পড়েছে। বিলের পানি নিষ্কাশনের জন্য নির্মিত একটি কালভার্টের মুখে বাঁধ দিয়ে প্রভাবশালী মহল পুকুর খনন করায় এমন অবস্থা হয়েছে বলে চাষিদের অভিযোগ। কালভার্ট অপসারণ না করলে বিলপাড়ের তিন ফসলি জমি অনাবাদি হয়ে পড়তে পারে বলে আশংকা করছেন সংশ্লিষ্টরা।
উপজেলার খাঁনমরিচ ইউনিয়নের সুলতানপুর এলাকার বেশ কছিু চাষি জানান, ভাঙ্গুড়া-নওগাঁ সড়ক এবং সুলতানপুর বটতলার মোড়-মাহাতাব সরকারের বাড়ি সড়কের মাঝে কানা বিল অবস্থিত। এ বিলের পানি নিষ্কাশনের জন্য কয়েক দশক আগে একটি কালভার্ট নির্মাণ করা হয়।