'নিজ' বাড়িতে ভাড়াটিয়া মুক্তিযোদ্ধা শফিক
সিলেটের বিয়ানীবাজারের দক্ষিণ টিকরপাড়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা শফিক উদ্দিনকে নিজ বাড়িতে ভাড়াটিয়া হিসেবে থাকতে হচ্ছে। দারিদ্র্যের কশাঘাতে পড়ে ১৯৭৯ সালে নিজ বাড়ি বিক্রি করে দেন তিনি। পরে মৌলভীবাজারের কুলাউড়ায় এক আত্মীয়ের বাড়িতে আশ্রয় নেন। কিন্তু সেখানে নানা সমস্যার কারণে বছরখানেক আগে নিজ গ্রামে ফিরে আসেন। পরে তাঁর বাড়ির বর্তমান মালিককে অনুরোধ করে বাড়িটি ভাড়া নেন তিনি।
এখন প্রতি মাসে এক হাজার ২০০ টাকা করে ভাড়া দিতে হচ্ছে তাঁকে। বিষয়টিকে নিয়তি বলেই দেখছেন অসহায় এই বীর মুক্তিযোদ্ধা। হতাশাজনক কণ্ঠে তিনি বলেন, ‘দেশ স্বাধীনের পর থেকে অন্য বাড়িতে দিনমজুরের কাজ করে সংসার চালিয়েছি। আমার নগদ পুঁজি বা জমি বলতে কিছুই নেই। এ কারণে ভাড়ায় থাকতে হচ্ছে।’
- ট্যাগ:
- বাংলাদেশ
- দারিদ্র্যতা
- মুক্তিযোদ্ধা
- ভাড়াটিয়া