শীতে রূপচর্চায় এসব ভুল নিয়ম মানলেই বিপদ
ডেইলি বাংলাদেশ
প্রকাশিত: ০৭ ডিসেম্বর ২০২০, ১৬:৪১
শীতের উষ্কখুষ্ক আবহাওয়ায় নানা ধরনের শারীরিক সমস্যা দেখা দেয়। পাশাপাশি ত্বকের বিভিন্ন সমস্যা তো রয়েছেই। এই সময়ে যেকোনো ধরনের ত্বকেরই একটু বাড়তি যত্ন ও পরিচর্যার প্রয়োজন পড়ে। তাই শীতকালে রুক্ষ-শুষ্ক ত্বকের যত্নে সবাই ময়েশ্চারাইজার এবং বডি লোশন ব্যবহার করে।
তবে যদি শীতের মৌসুমে ত্বকের যত্ন সঠিকভাবে না করা হয় তাহলে সমস্যা আরো বেড়ে যেতে পারে। আমরা ত্বকের চর্চায় বিভিন্ন ভুল ধারণা পোষণ করি। বিশেষ করে শীতকালে ত্বকের যত্ন নিয়ে প্রচুর মিথ রয়েছে, যা মানুষ দীর্ঘকাল ধরে বিশ্বাস করে আসছে।