অবশেষে সবাই করোনামুক্ত, অনুশীলনের অনুমতি পাচ্ছে পাকিস্তান

কালের কণ্ঠ নিউজিল্যান্ড প্রকাশিত: ০৭ ডিসেম্বর ২০২০, ১২:০৫

নিউজিল্যান্ড সফরে গিয়ে বেশ বিপাকেই পড়ে গিয়েছে পাকিস্তান। মাঠে প্রতিপক্ষকে মোকাবেলার আগেই মোকাবেলা করতে হচ্ছে করোনাকে। মাঠে নামার আগেই হয়তো দেশে ফেরার সম্ভাবনাও দেখা দিয়েছিল। কিন্তু শেষপর্যন্ত তা হয়নি। অবশেষে ভালো খবর পেয়েছে পাকিস্তান। করোনামুক্ত থাকা ৪৪ জনের সবাই রোববার করা পঞ্চম এবং শেষ রাউন্ডের পরীক্ষায় নেগেটিভ হয়েছেন। যার ফলে এখন আর মাঠের অনুশীলনে নামতে কোনো বাঁধা রইল না তাদের।

তবে এর আগে নিউজিল্যান্ডের স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাছ থেকে ক্লিয়ারেন্স নিতে হবে পাকিস্তানকে। এটি পেয়ে গেলে মঙ্গলবার ক্রাইস্টচার্চের আইসোলেশন সেন্টার থেকে বেরিয়ে কুইন্সটাউনে অনুশীলন শুরু করবে তারা। আগামী ১৮ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি সিরিজের আগে অন্তত সপ্তাহখানেক সময় অনুশীলনের জন্য পাচ্ছে তারা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও