ভারতে রহস্যজনক এক অসুখে আক্রান্ত ১৪০ জন হাসপাতালে
ভারতে অন্ধ্রপ্রদেশে রহস্যজনক এক অসুখের তদন্ত করে দেখেছে দেশটির কর্তৃপক্ষ।
অন্ধ্রপ্রদেশের এলুরু অঞ্চলের চিকিৎসকরা বলছেন, বমি বমি ভাব এবং তারপর অজ্ঞান হয়ে পড়ার পর ১৪০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আক্রান্তের সংখ্যা বেড়ে যেতে পারে সেই আশঙ্কায় সেখানে সরকারি হাসপাতালগুলোর বিছানা খালি করে প্রস্তুতি নেয়া হয়েছে।
ব্যাপক করোনাভাইরাস সংক্রমণের মধ্যেই দেখা দিয়েছে রহস্যজনক এই অসুখ।
স্থানীয় গণমাধ্যমে বলছে অসুস্থ সবার করোনাভাইরাস পরীক্ষা করা হয়েছে। কিন্তু তাদের কারো শরীরে এই ভাইরাসের উপস্থিতি পাওয়া যায়নি।
এলুরু সরকারি হাসপাতালের একজন চিকিৎসক বিবিসিকে জানিয়েছেন, অসুস্থদের মধ্যে বিশেষ করে শিশুরা হঠাৎ করেই বমি করা শুরু করে।
চোখে জ্বালাপোড়া হচ্ছে বলে জানিয়েছে এই শিশুরা।