শীতে জুতা-মোজা পরলে পায়ে দুর্গন্ধ, সমাধানের ৫ উপায়
বাংলাদেশ প্রতিদিন
প্রকাশিত: ০৭ ডিসেম্বর ২০২০, ০৯:০৩
পায়ের দুর্গন্ধ বেশ বিব্রতকর একটি সমস্যা। শীতকালে এটা বেশিই হয়ে থাকে। কারণ এই সময়টায় ঠাণ্ডা এড়াতে অনেকেই নিয়মিত মোজা-জুতা পরেন। কিন্তু মাঝেমধ্যে জুতা খোলার পর দুর্গন্ধ এতটাই ভয়ানক হয় যে আশপাশের মানুষজনও বিরক্ত বোধ করেন। মূলত অতিরিক্ত ঘাম ও পা অপরিষ্কার থাকার কারণে এই দুর্গন্ধ হয়।
অফিসে বসে পা ঘেমে গেলেও জুতা খুলতে পারেন না ভয়ে। এই সব পরিস্থিতির জন্য খুবই অস্বস্তি পাচ্ছেন অথচ কাকে বলবেন, কী উপায়ে মুক্তি পাবেন, সেটাই জানেন না। তবে সামান্য কিছু টোটকাতেই আপনার এই সমস্যার সমাধান সম্ভব। জেনে নিন কী করবেন?
১। প্রতিদিন এক জোড়া জুতা না পরে জুতা বদল করে পরুন। জুতা বদ্ধ জায়গায় না রেখে আলো-বাতাস চলাচল করে এমন জায়গায় রাখুন।
- ট্যাগ:
- লাইফ
- জুতা
- মোজা
- পায়ে দুর্গন্ধ