![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2020-12%252F35d79625-0bb5-4766-a3a8-1a03cf0e5b93%252FHN_Thumb.jpg%3Frect%3D0%252C0%252C1600%252C840%26overlay%3D%26overlay_position%3Dbottom%26overlay_opacity%3D1%26overlay_width%3D100%26w%3D1200%26h%3D627%26auto%3Dformat%252Ccompress%26ogImage%3Dtrue)
হং নদীর নারী মাঝিরা বইঠা বায় পা দিয়ে
আমি তখন পুরোদস্তুর শিক্ষক। শিক্ষকতার সুবাদেই ভিয়েতনামে একটি আন্তর্জাতিক সম্মেলনে বক্তা হিসেবে যোগ দেওয়ার সুযোগ পেয়েছিলাম ২০১৭ সালে। সম্মেলনের দুই দিনের সঙ্গে আরও আট দিন যোগ করে নিয়েছিলাম ঘোরার জন্য। অনেকটা রথ দেখতে গিয়ে কলা বেচার মতো ব্যাপার!
সেই ১০ দিনে ভিয়েতনামের চারটি শহর ভ্রমণ করেছি। ভিয়েতনামের প্রথম রাজধানী ও প্রাচীন শহর হোয়া লু ঘুরে দেখার পর রওনা করেছিলাম নিং বিং প্রদেশেরই রেড রিভারে নৌকায় ঘোরার উদ্দেশ্যে। রেড রিভারকে ভিয়েতনামের মানুষ বলে হং নদী। এই নদীতে ঘোরার জন্য চার থেকে পাঁচটি ঘাট আছে। দুটি ঘাট বেশ জনপ্রিয়—একটির নাম টেম কক, অন্যটি ট্রে এন।
- ট্যাগ:
- আন্তর্জাতিক
- ভ্রমণ
- পর্যটক
- শিক্ষক
- মাঝি