সাবেক সোভিয়েত ইউনিয়নের দুইটি পত্রিকা ও জার্মানির শরতের প্রকৃতি

বিডি নিউজ ২৪ জার্মানি প্রকাশিত: ০৭ ডিসেম্বর ২০২০, ০৮:২৮

একবার মনে আছে এক মাসের পত্রিকা এলো না। কিন্তু পরের মাসে দুটো পত্রিকা একসাথে পেয়েছিলাম। যে মাসে পত্রিকা আসেনি, সেই মাসে ডাক বাহক জিল্লুর চাচাকে আমারা প্রশ্নবাণে জর্জরিত করে ছেড়েছিলাম। তিনি আশ্বাস দিয়েছিলেন আমাদের পত্রিকা মার যাবে না, আসলে তিনি অবশ্যই পৌঁছে দেবেন। জিল্লুর চাচা খুব সৎ ও ভালো মানুষ ছিলেন, আমাদের সাথে খুব ভাল ব্যবহার করতেন।

আমার এই পত্রিকা পড়ার চেয়ে বেশি আকর্ষণ ছিল ছবিগুলো দেখায়। এর অর্থ এই না যে আমি পত্রিকাগুলো পড়তাম না। যদিও তখন দ্বিতীয় বা তৃতীয় শ্রেণির ছাত্র ছিলাম তবুও আমাকে সেটা পড়তে হত। কিছু কিছু জিনিস নিজ আগ্রহে পড়তাম। এখনও মনে আছে ‘পেদিয়া’ ও ‘ফেদিয়া’ নামক দুই জমজ বোনের কাহিনী পড়েছিলাম। এই দুই বোনকে অস্ত্রোপচার করে একজনের শরীর থেকে আরেকজনকে আলাদা করেছিল চিকিৎসকরা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও