ভারতে ১৭ স্বেচ্ছাসেবকের উপর রাশিয়ার ভ্যাকসিন পরীক্ষা
রাশিয়ার তৈরি প্রতিষেধক স্পুটনিক ভি প্রয়োগ করা হয়েছে ভারতের পুণের ১৭ জন স্বেচ্ছাসেবকের উপরে। একটি রিপোর্ট অনুযায়ী, ভারত রাশিয়ার থেকে স্পুটনিক ভি-র ১০ কোটি ডোজ কিনছে।
রুশ সরকার দাবি করেছে, এই প্রতিষেধক করোনা নিরাময়ে ৯৫ শতাংশ কার্যকর হবে। পুণের নোবেল হাসপাতালের ক্লিনিকাল রিসার্চ বিভাগের প্রধান এস কে রাউত বলেছেন, বৃহস্পতিবার থেকে গত তিন দিন ধরে ১৭ জন স্বেচ্ছাসেবকের শরীরে এই টিকা প্রয়োগ করা হয়েছে। এর প্রতিক্রিয়া জানতে তাদের প্রত্যেককে আগামী কয়েক দিন নজরে রাখা হবে।’