মঙ্গলবার যুক্তরাজ্যের হাসপাতালে পৌঁছাবে করোনা টিকা

বাংলা ট্রিবিউন যুক্তরাজ্য / ইংল্যান্ড প্রকাশিত: ০৬ ডিসেম্বর ২০২০, ২১:১৩

যুক্তরাষ্ট্রের ফাইজার ও জার্মানি বায়োএনটেক উদ্ভাবিত করোনাভাইরাসের টিকা মঙ্গলবার যুক্তরাজ্যের বিভিন্ন হাসপাতালে পৌঁছে যাবে। বৃদ্ধ, স্বাস্থ্যকর্মী ও রোগীদের সেবায় নিয়োজিতদের প্রথম ধাপে টিকা দেওয়া হবে। পরে বিভিন্ন অঞ্চলের ক্লিনিকগুলোতে তা বিতরণ করা হবে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

ব্রিটেনে ১৭ লাখের বেশি মানুষ কোভিড-১৯ ভাইরাসে সংক্রমিত হয়েছেন। করোনার প্রকোপে সেখানে প্রাণ হারিয়েছেন ৬১ হাজারের বেশি রোগী। এখন দৈনিক সংক্রমণ গড়ে ১৫ হাজারের কাছাকাছি রয়েছে। এমন পরিস্থিতিতে সামনে থেকে মারণ ভাইরাসের বিরুদ্ধে লড়ছেন যারা, তাদের নিরাপত্তা নিশ্চিত করাই দেশটির প্রধান লক্ষ্য। তাই জরুরি পরিস্থিতিতে ফাইজারের তৈরি প্রতিষেধক ব্যবহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও