![](https://media.priyo.com/img/500x/https://d30fl32nd2baj9.cloudfront.net/media/2020/12/06/national-web-portal-061220.jpg/ALTERNATES/w640/national-web-portal-061220.jpg)
বিদ্যুৎ বিভ্রাট: ৩০ হাজার সরকারি ওয়েবসাইটে ঢুকতে সমস্যা
রাষ্ট্রায়ত্ত বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানির (বিটিসিএল) মগবাজার কার্যালয়ে বৈদ্যুতিক গোলযোগের কারণে প্রায় ৩০ হাজার সরকারি ওয়েবসাইটে ঢোকা যাচ্ছে না। সরকারি ওয়েবসাইটের পোর্টাল ডেভেলপার এটুআই’র প্রধান কারিগরি কর্মকর্তা আরফে এলাহী রোববার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আজ সকালে মগবাজার বিটিসিএল অফিসে বৈদ্যুতিক গোলযোগের পর ডটগভ ডটবিডি সার্ভারের পাওয়ার সিস্টেমে এ সমস্যা শুরু হয়।”