![](https://media.priyo.com/img/500x/https://imaginary.barta24.com/watermarkimage?image=https://barta24.com/watermark.png&path=/uploads/news/2020/Dec/06/1607232624440.png&width=600&height=315&top=271)
গাইবান্ধায় যাত্রীবাহী বাসে ফেনসিডিল, আটক ২
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় এসআর ও হানিফ পরিবহন নামের যাত্রীবাহী বাস তল্লাশি করে ৬৮ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে পুলিশ। এসময় মুস্তাফিজ মিয়া (২৯) ও ফরিদ মিয়া (৩০) নামের দুই মাদক কারবারিকে আটক করা হয়।
রোববার (৬ ডিসেম্বর) সকাল ১১টার দিকে আটককৃতদের আদালতে প্রেরণ করেছে পুলিশ। এর আগে শনিবার দিবাগত রাত সোয়া ১টার দিকে গোবিন্দগঞ্জ-দিনাজপুর সড়কের কাঁটামোড় নামকস্থানে দিনাজপুর হতে ঢাকাগামী এসআর পরিবহন বাসে অভিযান চালিয়ে বাসযাত্রী ৪৮ বোতল ফেনসিডিলসহ মোস্তাফি মিয়াকে আটক করা হয়।