রাতের আঁধারে আয়োজন চলছিলো বাল্যবিয়ের। খবর পেয়ে বিয়ে বাড়িতে রাতেই ছুঁটে যান ইউএনও। ইউএনও’র উপস্থিতি বুঝতে পেরে বাসর ঘর থেকে দৌড়ে পালিয়ে যায় নবদম্পতি ও বিয়ে বাড়ির লোকজন। ঘটনাটি ঘটেছে নাটোরের গুরুদাসপুর উপজেলার নাজিরপুর ইউনিয়নের মামুতপুর গ্রামে। শনিবার রাত আনুমানিক ৮টার সময় ওই এলাকায় বাল্যবিয়ে বন্ধে অভিযান পরিচালনা করেন গুরুদাসপুর উপজেলা নির্বাহী অফিসার মো. তমাল হোসেন।