ভাস্কর্য ইস্যুতে সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী, উগ্রপন্থীদের ওপর নজরদারি
বাংলা ট্রিবিউন
প্রকাশিত: ০৫ ডিসেম্বর ২০২০, ১৮:৫৫
দেশে চলমান ভাস্কর্য ইস্যু নিয়ে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা মনে করছেন, এই ইস্যুকে কেন্দ্র করে উগ্রপন্থী মৌলবাদী গোষ্ঠী দেশে অরাজক পরিস্থিতি সৃষ্টি করতে পারে। এজন্য সারাদেশে উগ্রপন্থীদের ওপর নজরদারি করা হচ্ছে। একইসঙ্গে রাজধানী ঢাকাসহ সারাদেশে যেখানে যেখানে ভাস্কর্য রয়েছে সেই এলাকায় ভাস্কর্য কেন্দ্রিক নিরাপত্তা বাড়ানো হয়েছে। দেশের বিশেষ দুটি গোয়েন্দা সংস্থাও এ বিষয়ে কাজ করছে। সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা গেছে।
পুলিশ সদর দফতরের এআইজি (মিডিয়া) মো. সোহেল রানা বলেন, ‘যারা অপতৎপরতা চালানোর চেষ্টা করছে আমরা তাদের নজরদারি করছি। এজন্য রাজধানী ঢাকাসহ সারাদেশে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। দেশের শান্তিশৃঙ্খলা বজায় রাখতে আমরা বদ্ধপরিকর।’