ফাঁস হওয়া প্রশ্নে সুয়ারেজের পরীক্ষা, জুভেন্টাস ঝামেলায়

প্রথম আলো স্পেন প্রকাশিত: ০৫ ডিসেম্বর ২০২০, ১৪:২৭

রোনাল্ড কোমান বার্সেলোনার সদর দরজা দেখিয়ে দিয়েছিলেন লুইস সুয়ারেজকে। উরুগুয়ে তারকা সেই দরজা দিয়ে বের হয়ে ঢুকতে চেয়েছিলেন ‘তুরিনের বুড়ি’দের ঘরে। কিন্তু চাইলেই তো আর সব হয় না! এমনকি জুভেন্টাস চাওয়ার পরও ভিসা জটিলতায় ইতালিতে যাওয়ার পথ বন্ধ হয়ে যায় সুয়ারেজের।

এতেও কোনো ঝামেলা ছিল না। কারণ, সুয়ারেজ যোগ দেন আতলেতিকো মাদ্রিদে। কিন্তু ইতালির পেরুজিয়া অঞ্চলের পুলিশ তদন্ত শুরুর পর অন্য রকম এক ঝামেলায়ই পড়েছে জুভেন্টাস। ইতালিয়ান ক্লাবটিকে এখন বলতে হচ্ছে, এসব অনৈতিক কাজকারবারের সঙ্গে তারা জড়িত না।

অনৈতিক? ঘটনাটা খুলেই বলা যাক। ইতালিয়ান নিয়ম অনুযায়ী এক মৌসুমে ইউরোপিয়ান নন, এমন দুজনের বেশি খেলোয়াড় নেওয়া যায় না। সে কোটা পূরণ হয়ে যাওয়ায় ইতালিয়ান পাসপোর্ট নিয়েই জুভেন্টাসে যেতে হতো সুয়ারেজকে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও