কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

ভাস্কর্য নিয়ে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির শঙ্কা : কৌশলী অবস্থানে পুলিশ

বণিক বার্তা পুলিশ সদর দপ্তর প্রকাশিত: ০৫ ডিসেম্বর ২০২০, ১২:০৩

ধর্মীয় অবমাননার অভিযোগ তুলে ফ্রান্সবিরোধী বিক্ষোভে ঢাকার রাজপথ উত্তপ্তের চেষ্টা ছিল আগে থেকেই। এখন এর সঙ্গে যুক্ত হয়েছে ভাস্কর্য নির্মাণবিরোধী দেশীয় ইস্যু। স্পর্শকাতর এসব বিষয় নিয়ে ধর্মভিত্তিক কয়েকটি সংগঠন রাজপথে নিজেদের শক্তিমত্তা প্রদর্শনের চেষ্টা চালাতে পারে বলে মনে করছে সরকারের একটি গোয়েন্দা সংস্থা। তবে পরিস্থিতি মোকাবেলায় কঠোর অবস্থানে না গিয়ে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কৌশলী হয়ে কাজ করার পরামর্শ দেয়া হয়েছে তাদের প্রতিবেদনে। এরই মধ্যে প্রতিবেদনটি রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ দপ্তরে পাঠানো হয়েছে।

গোয়েন্দা সংস্থার ওই প্রতিবেদনে বলা হয়েছে, রাজনৈতিক অঙ্গনে কোণঠাসা জামায়াতে ইসলামী এরই মধ্যে নতুন নেতৃত্ব নির্বাচন করেছে। তবে দলটির নতুন নেতৃত্ব রাজপথে কোনো ধরনের শোডাউন করতে পারেনি। সেক্ষেত্রে ধর্মীয় স্পর্শকাতর ইস্যুকে কাজে লাগাতে পারে দলটি। যদিও রাজধানীর দোলাইরপাড়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য নির্মাণের সঙ্গে ধর্মকে যুক্ত করে বিরোধিতায় ঘোর আপত্তি ক্ষমতাসীনদের।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও